STORYMIRROR

Srabani Gupta

Fantasy

1  

Srabani Gupta

Fantasy

বুদ্বুদ

বুদ্বুদ

1 min
315


ভীষণ অবাক লাগে

যখন কিছু মানুষ হঠাৎ করেই হারিয়ে যায়,

আপন করে নেওয়ার ভঙ্গিমায় এরাই কখনও ফুল এনেছিল, চোখের কোণে জলের ছিটেফোঁটাও,

ডেকেছিল বারকয়েক আদরের নামে|


ভীষণ অবাক লাগে,

যখন এরাই আবার বুদ্বুদের মতন হাতের আঙুলের ফাঁকে ফাঁকে মিলিয়ে যায়,যেন এই কিছুক্ষন আগেই তালুর উপর বসে বসে কথা শুনছিল আর তক্ষুনি 

সরকারবাবুর হাত ধরে নিল গোপনে গোপনে|


তা বেশ,

কিন্তু এমন মানুষদের আমি কি বলব?

কি নাম ধরে ডাকব যদি কখনও মন কেমন করে ওঠে?

ভীষণ অবাক লাগে বলেই,

আজকাল আর হাত পেতে কারো কাছে গোলাপ নিই না|


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy