প্রিয় পুরুষ
প্রিয় পুরুষ


প্রিয় পুরুষ
তোমার শৈশব থেকে নিঙরে আনো ফ্যানাভাত আধভেজা আঁচল, আপাদমস্তক ভদ্র হয়ে ওঠার আগে বুঝিয়ে দাও তুমিও কখনও আধন্যাংটা ঘুরে বেরিয়েছ বাড়ির পাঁচিলে|
প্রিয় পুরুষ
আমার ঋণ তুমি যতবারই শুধতে যাবে ততবারই তোমার মনে পড়বে আমার খাতার পাতা ভরে আছে তোমায় ভালোবাসার ভারে|
প্রিয় পুরুষ
পুরোনো উঠানে এসে গুটিপায়ে ঘুরে যাও একবার,
দ্যাখো শিউলিরা আজো অপেক্ষা করে শরৎ-এর ভোরে,
তোমার সুগন্ধিমাখা হাতে উঠে আসবে বলে|
প্রিয় পুরুষ
আমি জানি অনন্ত বিস্তৃত পথে তোমার বৃহৎ কর্মকান্ডের কথা, তোমার বলিষ্ঠ বাহুতে ক্ষতের দাগ দেখেছি কতবার না দ্যাখার ভানে|
তবু বলি প্রিয় পুরুষ
তোমার আদ্যপ্রান্ত জুড়ে আমিই ছড়িয়ে আছি ধানের চারার মতন, মেঠো ঘ্রাণের মতন,
অপেক্ষার অবসানে আনন্দাশ্রুর মতন|