STORYMIRROR

Sunanda Chakraborty

Tragedy Action Classics

3  

Sunanda Chakraborty

Tragedy Action Classics

যদি থাকত

যদি থাকত

1 min
183


যদি আমাদের কাছে অনন্ত সময় থাকতো তাহলে হয়তো;

আরো বেশ কিছু বাঁচতে পারতাম এই রঙিন প্রকৃতির কোলে ।


যদি আমাদের কাছে অনন্ত সময় থাকতো তাহলে হয়তো ;

খুঁজে পেতাম আর কিছু নতুন নতুন জিনিস ।


যদি আমাদের কাছে অনন্ত সময় থাকতো তাহলে হয়তো;

আরেকটু সময় পেতাম নিজেদের ভুল ত্রুটি গুলো শুধরে নিতে ।


যদি আমাদের কাছে অনন্ত সময় থাকতো তাহলে হয়তো;

আরো কিছুটা সময় কাটাতে পারতাম পরিবারের সাথে ।


যদি আমাদের কাছে অনন্ত সময় থাকতো তাহলে হয়তো;

নতুন কয়েকটা প্রজন্মকে দেখার সুযোগ পেতাম ।


যদি আমাদের কাছে অনন্ত সময় থাকতো তাহলে হয়তো;

জীবনের মূল্যটা আরো গভীরভাবে বুঝতে পারতাম ।


যদি আমাদের কাছে অনন্ত সময় থাকতো তাহলে হয়তো;

সীমাহীন ভাবে কিছু শেখার এবং জানার সুযোগ থাকতো ।


যদি আমাদের কাছে অনন্ত সময় থাকতো তাহলে হয়তো;

নির্ভয়ে এগিয়ে যাওয়া যেত দুষ্প্রাপ্য জিনিসের খোঁজে ।




Rate this content
Log in

Similar bengali poem from Tragedy