যামিনী বেলা
যামিনী বেলা
বাউন্ডুলে নদীর জলে জ্যোৎসা ঝিকিমিকি
পরকীয়ার পান্ডুলিপি পোড়ায় বাল্মীকি
চাঁদের জন্য রাত লিখিনি, ঘুমিয়ে ধ্রুবতারা
বাত হয়েছে কালপুরুষের,বয়ষ্ক শিরদাঁড়া।
কুঁচকে যাওয়া পরা শাড়ি, অগোছালো এক গাছ
প্রেম লিখতে রাত জাগছে..সুতোর পুতুল নাচ
কেউ জানে না,কে যে নাচে.. কাব্য কিংবা কবি
লুকিয়ে দেখা তোর প্রোফাইল,আজ থেকে মুলতবি।
কোথায় তবে ঘুরতে যাবো? কিসের পিছু ডাক
ঘুম বিছানায় ঘুমাক তবে,গঙ্গানদীর বাঁক..
বাঁক পেরিয়ে ঢেউ ভাঙতেই..বন পলাশির মন
একটি মাত্র হামির লোভে.. ভাঙলো অনশন।