উপহার
উপহার
নিরবতা আর স্তব্ধতা' উপহার দিলে
আমায়!
তাহলে জেনে রাখো আমিও
তুলে আনবো বনভূমি থেকে
অরণ্য-হৃদ চেড়া বাঁশি,
খুব ভরে তুলবো বিষাদের সুরে
শাণিত মগজাস্ত্র আর চলবে না
অবসাদে নিস্তেজ হবে
উল্লাসের মাতন বন্ধ হবে।
তোমায় বোধি বৃক্ষের নিচে ধ্যানে নিমগ্ন
সেই সন্ন্যাসীর মতই দেখেছিলাম,
ভেবেছি তুমি সমুদ্রের লবণাক্ত জল
সমস্তটা পান করে নিতে পারো
আমার নীলকণ্ঠের আকন্ঠ বিষ পানের মত।
পাগল করে তোলা সুরে তোমার
আমার কাব্যকথারা শীত ঘুমে ঘুমায় নিরন্তর
দুচারটা কবিতা পান করে সে তৃষা মিটে কি
আর!
অন্তরালে উকি দিয়ে যাওয়া প্রশ্ন
তাহলে ভুল ছিল না, সত্য প্রমাণিত হলো,
যাবে না আর কোন সংবাদ
হবে না আর কোনো প্রতিবাদ,
ইতি হলো সুখ-কল্প-বিহার
ক্লান্ত স্বপ্নগুলো এখন নিশ্চিন্তে চির নিদ্রায়
শায়িত থাকবে।

