STORYMIRROR

Debashis Bhattacharya

Classics

2  

Debashis Bhattacharya

Classics

উদিত রবির সান্তনা

উদিত রবির সান্তনা

1 min
339


কল্পনাতে হেরিয়া তোমায়

হৃদয়ে ধরে রেখেছি

জাগরণে দাওনি দেখা

তাইতো বসে কেঁদেছি

সুরের ছোঁয়া দিয়ে হৃদয়ে

যাও যে ধেয়ে গগন পানে

অস্তরবি স্বয়ংকালে

মনে আবির লাগিয়ে দিয়ে

শুন্যমনে ঘরের কোনে

তাকাই যে গো ছবির পানে

ফুলের মতো কথাগুলো

গাঁথা ছিল হিয়ার কোনে

সাধ ছিল জানাবো আমি

বসে তোমায় বাসর ঘরে

সে যে শুকিয়ে গেলো

ভোরের আলো ফোটার আগে

হলো না বলা কানে-কানে

রইলাম জেগে নিভৃতে রাতে

একা একা ছিঁড়িয়া ফেলি

মোর জীবনের স্বপ্নমালা

করুন হৃদয় দেয় যে বাঁধা

দিয়ে উদিত রবির সান্তনা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics