উদিত রবির সান্তনা
উদিত রবির সান্তনা


কল্পনাতে হেরিয়া তোমায়
হৃদয়ে ধরে রেখেছি
জাগরণে দাওনি দেখা
তাইতো বসে কেঁদেছি
সুরের ছোঁয়া দিয়ে হৃদয়ে
যাও যে ধেয়ে গগন পানে
অস্তরবি স্বয়ংকালে
মনে আবির লাগিয়ে দিয়ে
শুন্যমনে ঘরের কোনে
তাকাই যে গো ছবির পানে
ফুলের মতো কথাগুলো
গাঁথা ছিল হিয়ার কোনে
সাধ ছিল জানাবো আমি
বসে তোমায় বাসর ঘরে
সে যে শুকিয়ে গেলো
ভোরের আলো ফোটার আগে
হলো না বলা কানে-কানে
রইলাম জেগে নিভৃতে রাতে
একা একা ছিঁড়িয়া ফেলি
মোর জীবনের স্বপ্নমালা
করুন হৃদয় দেয় যে বাঁধা
দিয়ে উদিত রবির সান্তনা।