উৎসর্গ
উৎসর্গ


সীমান্তে প্রহরী তুমি অম্লান বদনে,
সতত তোমার স্নেহ রাখি এই মনে।
তোমারে দেখেছি আমি, নিশি স্বপনে
দেখেছি তোমারই মুখ, পবিত্র সলিলে
ভাসে আজি জয়-পরাজয়। তোমা’ হৃদকোনে
রব আমি ভ্রাতা হয়ে প্রফুল্ল নয়নে।
বছর গড়ায় তবু হয় না আর আসা,
তোমার জন্য এই কবিতাটা লেখা।