রাত্রি
রাত্রি
আমি হেঁটে চলেছি-
নেই কেউ আমার সামনে,
নেই কেউ ডাইনে
নেই কেউ বাঁয়ে
এমনকি-
নেই কেউ পিছনে,
আমি সম্পূর্ণ একা।
চারিদিকে নিস্তব্ধ নিশুতি
শোনা যাচ্ছে না রাতজাগা পাখিদের দ্বিআহুতি,
সম্বল কেবল আমার একজন-ই
সে হল প্রকৃতি।
নদীর প্রবাহধ্বনি শোনা যাচ্ছে,
মাঝে মাঝে,
শীতল বাতাস আমার মুখে ধাক্কা মারছে।
হঠাৎ মনে হল-
যেন হারিয়ে যাচ্ছি আমি
এ নিস্তব্ধ রাত্রে।
আমি সত্যিই অভাগিনী,
হঠাৎ করে লক্ষীপেঁচার,
কাকলিধ্বনি পেলাম শুনতে।
একি সত্যি!
নাকি আমার মতিভ্রম?
এই কি হয় ফল
করলে অধিক শ্রম?
হাঁটা-চলার এ পথ
কবে যে হবে শেষ
কবে ত্যাগ করবো-
এ জীবন,
কবে হব আমি নিঃশেষ।