আমার জীবনে বিস্ময় নারী
আমার জীবনে বিস্ময় নারী


আমার জীবনে বিস্ময় নারী,
ওগো তুমি মা,
কত বাঁধা তুমি তুচ্ছ করে,
এখনো তুমি এগিয়ে চলে যাও-
আমি দেখতে পাই।
আমি বুঝতে পারি তোমার কষ্ট হচ্ছে,
কিন্তু তবুও দাঁতে দাঁত চেপে
সমস্ত কাজটা করে যাও তুমি,
কি করবে বলো,
"আমার বাবা যে পঙ্গু"
সে কোনো কাজ করতে পারে না,
শুধু শুয়ে শুয়ে দেখে যায় তোমায়,
আর চোখ থেকে দু-একটা জলের ফোঁটা পড়ে,
আমি দেখেছি।
তুমি কি করে এতো কষ্ট,এতো যন্ত্রনা সহ্য করো মা?
শত ব্যস্ততার মধ্যেও,
পরিবারের প্রতি তোমার দায়িত্বজ্ঞান দেখে,
আমি অবাক হই,
আমার মন আন্দোলিত হয়।
কিভাবে তুমি ভোর চারটেয় উঠে,
স্নান করে, সমস্ত কিছুর জোগাড় করে,
আটটার সময় কাজে বেড়ি
য়ে পড়ো!
আমি আজও তা বুঝে উঠতে পারিনি।
আমার মনে আছে,
একবার তোমাকে জিজ্ঞেস করেছিলাম,
"মা কেমন করে সবকিছু গুছিয়ে করতে পারো তুমি?"
তুমি বলেছিলে,
"মেয়েদের ভগবানের অতিরিক্ত শক্তি দিয়ে মর্ত্যে পাঠিয়েছেন, মেয়েরা এতো সহজে ভেঙে পড়ে না।"
দিনের পর দিন,
রাতের পর রাত,
মায়ের পাশে শুয়েছি,
থেকেছি মায়ের পাশে,
এভাবেই থাকতে চাই,
এইভাবেই থাকবো,
কারণ আমি জানি,
আমার মা সংসারের প্রতি,
আমাদের প্রতি যে পরিমানে আত্মবলিদান দেয়,
সেটা কেউ কোনোদিনও দিতে পারবে না,
আমি মায়ের এই ত্যাগ বিফলে যেতে দেবো না,
লেখা-পড়া শিখে বড়ো মানুষ হবো,
আমাকে যে হতেই হবে,
কারণ,
"আমার বাবা যে পঙ্গু।"