অসহায়
অসহায়
চা ঠান্ডা হয়ে গেল যে !
এতো চুপচাপ কেন ?
কেউ কি কিছু বলেছে ;
ঠান্ডা কনকনে শীত
কপালে ফোঁটা ফোঁটা ঘাম ।
আমার কিন্তু এবার ভয় করছে,
আচ্ছা সব ঠিক আছে তো ?
ঠান্ডা হাওয়া কানের পাশ দিয়ে...
ফিসফিসিয়ে কি যেন বলতে চাইলো ।
সে আমার হাতটা ধরে বলে ...
'ভুল বুঝোনা ,আমি আর এভাবে এগোতে পারছিনা'।
আমি ঠিক বুঝতে না পেরে হেসে চায়ে চুমুক লাগাতেই বলে
'তুমি অন্য কাউকে খুঁজে নিও' ।
মাথা নীচু করে যেন কিসের একটা মার্জনা করছে,
চোখের জল লুকোনোর ছলে না বলা কথাগুলো চোখের ভাষায় প্রকাশ পেলো ।
উন্মুক্ত প্রেমের গল্পটা হয়তো এবার শেষ।
আমার চাকরিটা হলোনা , বয়স পেরিয়ে গেছে।
তার বড়ির লোকে চাকরির আশায় বসে ।
হেরে হেরেই চলছিল জীবন কিন্তু প্রেমে হেরে যাওয়াটা যেন সহ্যের বাইরে ।
