STORYMIRROR

Hasnur Khatun(রুbi🦋)

Abstract Others

3  

Hasnur Khatun(রুbi🦋)

Abstract Others

স্নেহের ছোঁয়া

স্নেহের ছোঁয়া

1 min
224

শিক্ষা দিক্ষা সবই পেলাম,

জানিয়ে গৃহজনদের প্রণাম ।


দুঃখ কষ্ট ভাগ করে নিয়ে,

উড়তে শিখিয়েছে আকাশে ।


ক্ষুদ্র জগতে বাইরের হাওয়া

দিয়ে যায় নতুন ছোঁয়া ।

সংঘবদ্ধ সমাবেশ

বিন্দুমাত্র নেই কারো রেশ।


হোঁচট খেলে নয়নে তুলে রাখে,

ব্যথা পেলে পুরো গৃহ পাশে বসে ।

এই জগতে একলা থাকা বারণ,

মিলেমিশে সহ্য করবে

যেন হয়না কখনো অভিমানের আলোড়ন।


স্নেহ-মায়া-মমতা সবই পেলাম,

হাত বাড়াতেই ভালোবাসার ছোঁয়া ।


বাইরের জগতটা ফাকি

গৃহে সবাই নতুন নতুন স্মৃতি আঁকি।


বাইরের ভিড়ে হারিয়ে গেলে

একটা সময়ে

স্মৃতির ঢেউ ভাসিয়ে নিয়ে যায় 

ভেসে গিয়ে যেন এই আপনের মাঝে ঠাঁই হয়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract