ভুলো মন
ভুলো মন
মন খারাপের দেশে
কত যে সম্পর্ক হারিয়েছে ,
কত আপন পর হয়েছে ।
রক্তের সম্পর্কের ভিড়ে
আত্মা যেন কার অপেক্ষায় বসে,
হাজারো মন খারাপের ভিড়ে
কাল্পনিক শান্তির আশায় যেন বসে।
নিভৃত স্বপ্নের মাঝে
হারিয়ে যাওয়া সম্পর্ক...
স্মৃতির আনাগোনায় ঝড় তুলে।
বধির মন দিন গোনে
হয়তো কোনো এক সন্ধ্যায় ,
ভুলো মন ঠিক ঘরে ফিরবে ।
