STORYMIRROR

Hasnur Khatun(রুbi🦋)

Abstract Others

4  

Hasnur Khatun(রুbi🦋)

Abstract Others

শান্ত হৃদয়

শান্ত হৃদয়

1 min
366

শান্ত হৃদয়


কোন যে এক ঝড় এসে,

ভেঙ্গে গেল ডোর ।

হৃদয় মাঝে চিমচিম ব্যথা...

চিরতরের জন্য দিয়ে যায় শোক ।


বেলা শেষে আপনার তরে...

নিভৃত স্বপ্নের মাঝে দিন গোনা ।

প্রেম আঁচে পুঁড়ে যাওয়া হৃদয়খানি,

ধৈর্যের জাল বুনে ।


ক্ষোভের স্রোতে ভেসে,

দেখা যখন নিজের সাথে!

শান্ত হৃদয় শান্ত দেশ,

অনন্ত কাল পর শিথিল অন্তর।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract