বসন্ত লেগেছে অন্তরে
বসন্ত লেগেছে অন্তরে
কড়া নজরে,শব্দ জালে
ফাঁদে ফেলার বাহানা ।
দূর হতে চেয়ে দেখো,
কাছে এসে ভেঙ্গো না ।
নতুন বছর,নতুন সকাল,
বাকি সবই ধোঁয়াশা।
নতুন বছর নতুন দিনে,
নতুন আমিকে খুঁজে নেওয়া।
হাজারো ভিড়ের মাঝে,
নিঃসঙ্গ শান্ত মন।
শত কোলাহলের মাঝে,
বসন্ত লেগেছে অন্তরে।