একমাত্র তুমি
একমাত্র তুমি


আজ চলো, তুমি আমি মিলেমিশে,
একাকার হয়ে যাই,
নলিনী আমি যে আজ তোমার সঙ্গে,
প্রেমেরই গান গাই।
আমি ছিলাম অসম্পূর্ণ,
করেছ আমাকে তুমি সম্পূর্ণ,
আমার অভিমানকে করেছ দমন,
রাগ, ক্রোধকে করেছ চূর্ণ।
তাও হয়তো মাঝে-মাঝে
হই আমি অভিমানী,
তুমি আমার প্রিয়দর্শিনী,
আমার জীবনে অনন্তদেহধারিনী।
খাদের কিনারে গেছিলাম চলে,
তুমি বাঁচালে আমায় সেখান থেকে,
তাই'তো এখন তোমার সাথে,
আমি পথ চলেছি এঁকেবেঁকে।
দারপরিগ্রহ হবে আমাদের,
হবে তুমি আমার দারা,
বন্ধন আমাদের দৃঢ় অধিক,
যাবে না কভু তোমায় কারা।
একমাত্র তুমি আমার জীবনসৈকতে
বিচিত্র, বিস্ময় নারী,
প্রতিজ্ঞা করছি একদিন ঠিকই,
আনবো তোমায় আমার বাড়ি