আমার নারী
আমার নারী


আমার নারী নয় সাধারণী,
আমার নারী অসুরবিনাশিনী,
আমার নারী পারে করতে বিশ্ব জয়,
আমার নারী হারতে শেখেনি।
তোমরা সবাই তুচ্ছ বলো কাকে?
কাকে করো এতো অবহেলা?
আমার নারী না থাকলে,
তোমাদের তো জন্মই হতো না।
তবুও বলো দুর্বল?
তবুও রাখো নীচে?
কেন এতো তোমরা ঘৃণ্য ভাবো?
সমাজের চাবি কি শুধুই তোমাদের হাতে!
সে পুরুষ! হে মহান পুরুষ,
তোমরা সকলে কোনো না কোনো,
নারীর গর্ভ থেকেই তো হয়েছো উৎপন্ন,
তোমার মা, তোমার বোন-
তারাও তো নারী।
তাহলে কেন শুধু নিজেদের দেহের জ্বালায়,
একটা নারীর শরীর করো ছিন্নভিন্ন,
কখনো কি ভেবে দেখেছো,
কত কষ্ট, কত যন্ত্রনা সহ্য করতে হয় তাঁদের!
তোমরা তো ভেবেছো
সবই অমূলক, অযৌক্তিক,
আজ আমি বলবো সব নারী মিলে,
মা কালীর রূপ ধরে,
পুরুষ সমাজকে করো ঠিক।