রঙিন খাম
রঙিন খাম
তোমার কথা ভাবতে বসে
দিন পেরিয়ে সন্ধ্যা হল,
ভালোবাসার রঙিন খামে
যত্নে রাখা ছবিগুলো ।
হাসতে হাসতে গড়িয়ে পড়া
একটা ছবি দেখতে গিয়ে
পড়ল মনে অনেক কথা
রাত পেরিয়ে সকাল হয়ে,
অন্য ছবিতে তোমার হাতে
ধরে রাখা আমার হাত
দিনগুলো বেশ ভালো ছিল
রোজ হত দেখা-সাক্ষাৎ।
হঠাৎ আজ বিকেল থেকে
গড়িয়ে পড়ছে চোখের জল
এটাই বুঝি তোমার আমার
এতদিনের ভালোবাসার ফল,
এত ছবির ভিড়ের মধ্যে
একটা ছবি ভীষণ একা,
তুমি আছ সবার সাথে
আমার জায়গা শুধুই ফাঁকা।