উৎসব
উৎসব

1 min

656
উৎসবের নেই যে শুরু,
নেই তো কোনো শেষ!
উৎসবের আগে খুশীর জোয়ার,
শেষে রয়ে যায় রেশ!
বারো মাসে তেরো পার্বন!
আমরা মাতি তাতে,
সবাই মিলে পালন করি,
হাসি যে একসাথে!!
দুর্গাপূজা , শ্যামা পূজা, লক্ষী- সরস্বতী,
তারপরেই আছেন আমাদের
মা আমাদের জগদ্ধাত্রী।
সিদ্ধিদাতাও কম যাননা,
সবার আগেই আসেন,
মহাদেব ও পুজো পুজো নিতে
খুবই ভালোবাসেন।
আমি চাই যে সুখী দেখতে সবে
উৎসবেরই দিনে!
উৎসব তবে সফল হবে
সবার হাসি কিনে।।