STORYMIRROR

Agniswar Sarkar

Fantasy

2  

Agniswar Sarkar

Fantasy

তুমি কে ?

তুমি কে ?

1 min
446

যদি জানতে চাও – “কে তুমি আমার?”

আমি বলব – “কোনও কবির অন্তহীন কাব্য”

প্রত্যেক মুহূর্ত ই যেন নুতন ভাবে কাছে পাওয়ার চেষ্টা,

প্রত্যেকটা শব্দের মধ্যে লুকিয়ে থাকা তোমার অনন্ত অনুরণন

নিঃশব্দে ভালবেসে যাওয়া।

ভালবাসা কি নিঃশব্দে লুকিয়ে রাখা যায়?

সে তো সশব্দে ই কোনও দিন বেরিয়ে ই আসে,

আর আমার কথা.........

আমি তো এতদিন রয়েছি ঝিনুকের খোলের মত তোমাকে আগলিয়ে,

ভয় পেয়েছি প্রতি মুহূর্তে,

এই বুঝি কেউ চেষ্টা করছে আমার মধ্যে থেকে তোমাকে বার করে নেওয়ার,

ভুল বুঝেছিলাম...

বুঝতে পারিনি আমাদের আলাদা করা যায় না,সে চেষ্টা করাই বৃথা।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy