biswadip karmakar

Drama

0.2  

biswadip karmakar

Drama

তুমি এলেনা

তুমি এলেনা

1 min
1.9K


তুমি চাইলে দাঁড়িয়ে থাকতো

রোদমাখানো হালকা বিকেল,

তুমি চাইলে দেরিতে আসতো,

বারিফেরানোর বিকেলের রেল।


তুমি চাইলে বৃষ্টি ভেজাতো,

রোদে পোড়ানো ধুলোর শহর,

তুমি চাইলে কোকিলও বানাতো,

আপন হাতেই নিজের ঘর।


তুমি চাইলে রাস্তা পেরোতো,

ভিড়ে দাঁড়ানো ইস্কুল বাস

তুমি চাইলে গল্প বলতো,

আমার সময়,আমার আকাশ।

তুমি এলেনা এলেনা,বলেও গেলেনা,

দেখা হবে কি ,কাল সকালে।

আমি মিথ্যে মিথ্যে স্বপ্ন সাজাই,

আর ভরসা রাখি কপালে।


তুমি চাইলে গুটকিছু পথ,

পেরোনোই যেত হাত ধরে।

তুমি চাইলে রাত যালাতনে

মশারা নিজেই ঘুমিয়ে পড়ে

তুমি চাইলে পথ নেভানো

বাতিরাও দিত আলো আজ

তুমি চাইলে কালো মেয়েকেও,

রূপসী বলতো এই সমাজ।


তুমি চাইলে গল্প হয়তো,

গল্প শুনতো একমনে।

তুমি চাইলে তোমার আমার

থাকতো না কিছু গোপনে।


তুমি এলেনা এলেনা বলেও গেলেনা,

টাটা বাই বাই,আজ আসি।

এখন, শুধুই দুরথেকে দেখা

চোখাচোখি আর ঠোঁটে হাসি।





Rate this content
Log in