তুমি ছিলে তুমি আছো
তুমি ছিলে তুমি আছো


তুমি ছিলে ।
তুমি আছো।
অক্ষরে অক্ষরে যথার্থ ধরে
ঘর বাহির একাকার করে ।
তুমি ছিলে ।
তুমি আছো।
জল ভেঙে জলজ ধরে
জল ভেঙে সহজ করে ।
তুমি ছিলে ।
তুমি আছো।
এক আকাশ বৃষ্টি মেখে
এক আবেগ দৃষ্টি রেখে ।
তুমি ছিলে ।
তুমি আছো।
ছুটি নিয়ে ছুটে আসা
এক বুক ভালোবাসা ।
তুমি ছিলে ।
তুমি আছো।
শিরায় শিরায় জীবন ধরে
ঘর সংসারের সুবাস ভরে ।
শাঁখা সিঁদুর দীর্ঘায়ু শরীরে।