তুমি আমায় গেছো ভুলে
তুমি আমায় গেছো ভুলে
তুমি আমায় গেছো ভুলে
আমার মিলন লগ্ন বেলায়
তাইতো আমি কেঁদে আকুল
নিশীথে ছাদনাতলায়
কত যামিনী পেরিয়ে গেলো
তোমায় ভেবে ভেবে
জানলে না মোর বিরহ ব্যথা
কষ্ট আমার কিসে
আজি এ প্রভাতে গেঁথেছিনু মালা
স্মৃতির শিশিরে ভিজে
মধ্যাহ্ন গিয়ে সায়াহ্ন এলো
তুমি তাকালেনা মোর পানে
কেন তুমি থাকো দূরে বহুদূরে
নিরালায় একাকী ছেড়ে
রাগ অভিমান আহুতি দিয়ে
চাই তোমারি কাছে যেতে
ভেদাভেদ যত তোমাতে আমাতে
দূর হয়ে যাক প্রেমের প্রবাহে
বিচিত্র অভেদ এক আত্মা হয়ে
রহিব জন্ম-মৃত্যুর পারাপারে
তোমারি সাথে মিলন আশায়
জীবন জ্যোতির হলো উদয়
বুঝিতে পারিনে বিহঙ্গ হয়ে
অনন্ত গগনে যাবো হারিয়ে
আশার বাসা বাঁধা অন্তরে
একদা তুমি তাকাবে মুখপানে
হৃদয়ে ঢাকা ফুলের মালা
সতত সতেজ তোমারি প্রেমে
পলকে ঝলকে তোমার আগমনে
পড়বে ঝরে তোমারি গলে
বিশ্ববরেণ্য তুমি প্রাণনাথ
দুর্গতির হোক সদা অবসান
