STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Romance Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Romance Others

টিয়ার বিয়ে বিভ্রাট

টিয়ার বিয়ে বিভ্রাট

3 mins
204

গ্রামের প্রান্তে আছে প্রকাণ্ড এক বটগাছ। বট গাছটির চারপাশে অজস্র ঝুরি নেমেছে। গাছটির মাথাও বেশ ঝাকরা। নির্জন দুপুরে এর ছায়ায় বেশ আরাম পাওয়া যায়।


- বট গাছের মাথায় হাজারো পাখির অজস্র বাসা। নানান জাতের পাখির নানান ধরনের বাসা।


- সন্ধ্যা হলেই সেথায় বসে সালিশি সভা। মনভুলানো কিচিরমিচির শব্দে প্রাণ জুড়িয়ে যায়।


- কিন্তু,রাত নামতেই ওখানে না কি অনেক রকম অদ্ভূত সব ঘটনা ঘটে। নানা ধরনের ভুত ওখানে আসে রাত হলে।


- গ্রামের অনেকে ওই গাছে গলায় ফাঁস লাগিয়ে মরেছে বলে শোনা যায়।


- তাই রাত্রি বেলায় ওই দিকটায় আর কেউ তেমন যায় না।


- আজ গ্রামের সবাই একটা অদ্ভূত ব্যাপার লক্ষ করছে সন্ধ্যা থেকে।

-হঠাৎ করে সন্ধ্যা হতেই বটগাছের মাথা আলোয় আলো। লক্ষ লক্ষ জোনাকি উপস্থিত হয়েছে তাদের আলো নিয়ে। 


অপরূপ সৌন্দর্যে গাছটা যেন ইন্দ্র পুরী হয়ে গেছে ।গ্রামের সবার তাই খুব আনন্দ। ওখান থেকে ভয় যেন কোথাও উড়ে গেছে।


-উৎসুক্য সবাই খোঁজখবর নেওয়ার জন্য করছে ছোটাছুটি। 


-অনেক পরে জানা গেল আজ নাকি টিয়ার বিয়ে।বিয়ের আসর বসেছে ওই বট গাছের মাথায়। তাই জোনাক দের


আলো দিয়ে সাজাতে বলা হয়েছে।


- বাবুই ব্যস্ত বাঁধতে ছাদনা তলা। বসবে যেখানে বিয়ের আসর।


- চড়ুই মরা ঘাসের টুকরো দিয়ে সাজাই বাসর ঘর।


- ময়না গাইবে গান বাসর রাতে। শালিক বাজাবে ঢোল। হারমোনিয়াম বাজাবে ফিঙে। কাঠঠোকরা বাজাবে কড়তাল। সারা রাত গানের আসর হবে জমজমাট।

- দূর পার্লার থেকে এসেছে শঙ্খচিল। সে সাজাবে কনে।

- এসব কান্ড দেখে মুচকি মুচকি হাসছে ঘুঘু পেটে দিয়ে খিল।


-

শ্বেত পোশাকে লম্বা লম্বা ঠ্যাং নিয়ে এলেন টিকি ধারী বক। তিনিই আজকের পুরুত মশাই।

-দেখেশুনে বক মশাই হলেন ভীষণ গম্ভীর। ছাদনা তলায় এখনও অনেক কাজ বাকি। কখন হবে বিয়ে?

-তাই দেখে পায়রা করে বকর বক। সোজা কথা ওকে দায়িত্ব দিলে ও অনেক আগেই ছাদনা তলা বেঁধে দিতে পারতো।

-শকুন হলো পাচক। যতো নাড়িভুঁড়ি রাঁধতে তখন সে ব্যস্ত। মনযোগে ঘটছে ব্যাঘাত।

-পায়রা কে দিল সে মস্ত এক ধমক।

-বরযাত্রীদের সাথে এলো বর। বরযাত্রীরা সব কালো কালো।

- সবাই তখন দেখতে চায় বর কে? বর দেখে সবাই হতবাক।

-কাকের সাথে হবে টিয়ার বিয়ে? এমন সুন্দর কনের এই রকম কালো বর?

-এই নিয়ে শুরু হলো গুঞ্জন।

- কোকিল ছিল ছুপিয়ে। মহা শত্রু কাকের হবে বিয়ে! হজম হচ্ছিল না তার। খবরটা পৌঁছে দিলো

টিয়ের কাছে।

- টিয়া গেল ভীষণ ক্ষেপে। কি করবে এখন সে? লগ্ন ভ্রষ্ট হলে আর হবে না যে বিয়ে।

- কাকের বিরুদ্ধে কেউ যেতে নয় রাজী। যা বাজখাই গলা,আর যে ধরনের ঝগরুটে। তাই কেউ টিয়ার উপকার করতে চাইছে না।

- একমাত্র কোকিল এলো বুক ফুলিয়ে। কাকের সাথে আমার লড়াই করার অভিজ্ঞতা আছে। ওরা কোনদিন আমাকে পারে না ধরতে। আমার সাথে চলো টিয়ে। আমি করবো তোমায় বিয়ে।

-- টিয়া দেখলো কাকের চেয়ে কোকিল বর হিসাবে মন্দের ভালো। গায়ের রঙ শ্যামলা হলেও গলার স্বরটা ভালো। তাছাড়া, কোকিল প্রেমিক ও বটে। ওর ডাকেই তো বসন্ত আসে।

-- টিয়া এবার চুপিসারে পালিয়ে গেল কোকিলের সাথে দূরে কোথাও সংসার পাতবে বলে।

-- কাকের কাছে খবর গেল কনে পালিয়েছে। কাকের দল রাগে আর ক্ষোভে গোটা বিয়ে বাড়ি দিল তছনছ করে।

-- দেখেশুনে শকুন করলো তাড়া একটা হাড় নিয়ে। শকুনের তাড়া খেয়ে যতো নিমন্ত্রিত পাখি পালায় উড়ে গাছ থেকে।

-- সেই আশ্চর্য ঘটনাই দেখছে গ্রামের লোক আজ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract