ঠাকুমার ঝুলি
ঠাকুমার ঝুলি
আমার এই ছোট্ট ঝোলায়,
রকমারি গল্প আছে,
নাতি, নাতনি শুনবে যদি
গল্পের গরু উঠুক গাছে।
সবার গল্প পাবে তুমি
ভুত, প্রেত, দত্যি-দানব;
রাজপুত্র, রাজকন্যা,
পশু,পাখি কিংবা মানব।
আয়েশ করে এলিয়ে গায়ে
সুখের ঘরে সুয়োরানী,
পথে পথে ঘুরে ঘুরে
কষ্টে আছে দুয়োরানী।
বাঘের ঘরে ঘোগের বাসায়,
পথ আগলে ব্যঙ্গমীতে;
প্রাণ ভ্রমরার খবর দিতে
ফন্দি আঁটে দুয়ারেতে।
টগবগিয়ে ঘোড়ায় চড়ে,
রাজপুত্তুর যায় এগিয়ে;
সাতটি সাগর পারটি করে,
তেপান্তরের মাঠ পেরিয়ে।
রাজকন্যা উঠবে জেগে,
সোনার কাঠির ছোঁয়া পেয়ে;
রুপোর কাঠি সরিয়ে রেখো,
ছুঁয়ে দিলেই পড়বে শুয়ে।
রাক্ষস আর খোক্ষস মিলে,
যখন চোখে স্বপ্ন আঁকে;
ব্রহ্মদত্যি, মামদো ভুত আর
শাকচুন্নি গাছের শাঁখে।
পারুল বোনের সাতটি ভাইয়ের
গল্প যদি শুনবে বলো;
ঝোলার গল্প শুনতে গিয়ে
খোকার চোখে ঘুম কি এলো ?
এই ঝোলাতে পাবেই তুমি
গল্পগাছা, রং আর তুলি;
আদর করে নাম দিয়েছি,
এই তোমাদের ঠাকুমার ঝুলি।
