STORYMIRROR

Subrata Nandi

Classics

3  

Subrata Nandi

Classics

টেডি ডে

টেডি ডে

1 min
407

উপহারের মাঝে

আবর্তিত ঋতুতে তুমি ভোরের আলো,

তুমি সত্যের পথে সুশৃঙ্খল কল্পনার সুখানুভব;

আগুনে পুড়ে যাওয়া ভালোবাসার ছোঁয়া,

পোড়া মনের নাগাল পেতে চুপকথাদের অন্তহীন প্রেম -

আবিল পথে মেঘভাঙা বৃষ্টির অহর্নিশ উচ্ছ্বাস,

প্রগাঢ় ভালোবাসায় সিক্ত আমার সোহাগী জোছনা,

প্রতিবন্ধী প্রেম ডানা মেলতে চায় মনখারাপী বিকেলে,

উপোসী জিভে আজ দৈনন্দিন বিষণ্ণতার অবসান,

খেলার ছলে হোক না উপহার সামগ্রীর আদানপ্রদান,

আজ না হয় ভালোবাসার টেডিকে দিই তোমার বৃক্ষছায়ায়,

গ্রহণযোগ্যতার প্রাপ্তিটুকু স্বীকার ক'রে প্রেমের মান্যতা দিতে পার।


Rate this content
Log in

Similar bengali poem from Classics