ত্রস্ত
ত্রস্ত
ভয়ে ভয়ে রই ঘরেতে বন্দী,
পরিচিতি পেতে খুঁজি না ফন্দি;
নিজেকে ব্যতীত কাউকে চিনি না,
প্রতিবেশী সাথে কথাও বলি না,
দেখা হলে ভয় পাই;
কখন বা কি যে হয় |
বাজারে গিয়ে কথাও বলি না,
সব্জির দাম জানিতে চাহি না,
বাছিয়া কেনার ধারও ধারি না,
মাছের গায়েতে স্পর্শ করি না,
কানকো তুলিয়া রং ও দেখি না,
টাটকা কিংবা বাসিও মানি না,
ওজনের কাঁটা চেয়েও দেখি না,
ভয় আছে তাই সময়ও নিই না |
বাড়ি ফেরার থাকে বেশি তাড়া,
তড়িঘড়ি করি কাজগুলি সারা,
ভিড় দেখিলে এগোতে চাহি না,
মনের কোণেতে সাহসও আসে না,
লক্ষ কণিকা ঘোরে চারপাশে,
সদা ভয় বুঝি ধরে ভাইরাসে |
ঘরে ফিরে মানি সাবধানতা,
মনেই রেখেছি আকাশ বার্তা,
বাহির যুদ্ধে যাইবার আগে --
নিয়ম কানুন মানিবারে লাগে,
যুদ্ধ শেষেও সাবানের জলে --
ধুইয়া শরীরে বাঁচি নির্মলে |
জানিনা কদিন ভয়ের জীবনে
শক্ত রহিব মনের গোপনে|
একাকিত্বের পরম জ্বালা,
বুঝি শেষ হয় জীবনের খেলা |
দুর্বল মনে শঙ্কার চাপে,
হেরে যাবে প্রাণ, দেহ ওঠে কেঁপে;
এসেছো একেলা, যেতে হবে একা;
আত্মীয় জনেও পাইবে না দেখা |
ভরসা রেখো টিকা, সতর্কতায়,
কাটিবে আঁধার, রহিনু আশায় |
নিয়ম কানুনের সঠিক পালনে,
নতুন সূর্য্যে দেখো মনের দালানে |
একদিন ঠিক আসিবে প্রভাত,
ফির মিলে সবে রবো একসাথ |
এইটুকু আশা ভাগ করে নিয়ে,
অলীক গন্ডি যাবোই পেরিয়ে |
