Agniswar Sarkar

Romance

2  

Agniswar Sarkar

Romance

তোর প্রেমে

তোর প্রেমে

1 min
578


আবার ফিরে আসব এই পৃথিবীতে

আবার ধরব তোর হাত ,

হয়তো কোনও চেনা পথ হতে আবার হেঁটে যাব

কোনও নিরালায় তোর হাতের উপর হাত রাখব ।

আবার হারাব নীল খামেদের ভিড়ে

অজস্র স্বপ্নরা ভীড় করবে চোখের ভাঁজে ,

কোনও কলেজের বেঞ্চে আবার বসব পাশাপাশি

চায়ের কাপে খুঁজব সেই মিষ্টি ছোঁয়া

আবারও তুই আমারি হবি

আমার দুচোখে হারাবি ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance