তোর জন্য
তোর জন্য
তোকে খুব ভালবাসতে ইচ্ছে হয়
মুঠোফোনের ওপাশ থেকে নরম গলায়
তোর "এই শুনছো" শুনতে ইচ্ছে হয়
ফোন ধরতে দেরী হলে তোর
অভিমানী কান্না শুনতে ইচ্ছে হয়
দুজন মিলে যখন
মধ্যরাতে আকাশ দেখতে ইচ্ছে হয়
ঘাসের উপর কাশফুলের বালিশ পেতে
জ্যোৎস্না পোহাতে ইচ্ছে হয়
ভালবাসতে ইচ্ছে হয় খুব
স্নিগ্ধ সকালে তোর কণ্ঠ শুনে ঘুম
থেকে উঠতে ইচ্ছে হয়
কাতর কণ্ঠে "প্লিজ কিছু তো খেয়ে নাও"
শুনতে ইচ্ছে হয়
তোকে খুব করে ভালবাসতে ইচ্ছে হয়
পাশাপাশি হাটার সময় আঙুলের
ছোঁয়া পেতে ইচ্ছে হয়
শক্ত করে হাত ধরে
তোর ঠোঁটের কোনের কথা শুনতে ইচ্ছে হয় -
'অনেক বেশি ভালবাসি তোমায়'।

