STORYMIRROR

MD ROBIUL ALAM

Classics

4.7  

MD ROBIUL ALAM

Classics

তোমায় দিলাম

তোমায় দিলাম

1 min
595


আকাশ তোমার পোষ মানবে, কেউ পার পাবে না শেষে

একদিন তুমি পৌছোবে ঠিক নিরুদ্দেশের দেশে

ওরা তো সব দীঘর্ঘশ্বাসে বিমান হয়ে ওড়ে

তুমি ইচ্ছে কুড়োবে, পকেটে ভরবে স্বপ্ন নিংড়ে তরল করবে

আমার দেখা পৃথিবী দিলাম তোমার দুচোখ ভরে

বাজ বিদ্যুৎ ছাড়িয়ে তুমি শূণ্যে যাবে উড়ে

মেঘ থেকে মেঘ ছিনিয়ে নেবে দু’হাত ভর্তি করে

ভয় পেও না, এই তো আছি, থাকব তোমার কাছাকাছি

বুকের ভিতর লুকিয়ে নেব পাজর দুখান করে


পরাজিত নই, পরিস্থিতি, শরীরে অভাব খিচ

তোমার মধ্যে পুতে দিলাম আমার স্বপ্নবীজ

অসমাপ্ত স্বপ্নগুলো কালকে গোলাপ হবে

ডুব দিও কাল নিজের গভীরে, আমায় খুঁজে পাবে

ভয় পেওনা, এইদেখ ঠিক আমার পাজরময়

প্রশস্থ এক অট্টালিকা, তোমার নির্ভিক আশ্রয়


এমনি ভাবে এসেছি আমি, তুমিও এমনটি থাকবে

তুমিও কাল পাজর ভাঙবে

তুমিও বাবা হবে, তুমিও বাবা হবে!


Rate this content
Log in