STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Inspirational Others

3  

Debashis Bhattacharya

Fantasy Inspirational Others

তোমায় আমি খুঁজি কোথায়

তোমায় আমি খুঁজি কোথায়

1 min
1.3K

তোমায় আমি খুঁজি কোথায়

না জানে পাগল মন

অরূপ তোমার রূপে বিভোর

প্রাণ- মন-তন, এ জীবন । 


নদী কহে ধরিবো তোমায় 

আমার স্রোতের আগায়

সাগরের ঢেউ আছড়ে পড়ে

তোমায় পাওয়ার নেশায় । 


গগন বলে যাবো ওপরে

ছোঁয়ার বাসনায়

বাদল ঝরে লতায়-পাতায়

পরশ পাওয়ার আশায় । 


ধরণী যে চায় বাঁধিতে তোমায়

অচৈতন্য সত্তায়

বৃক্ষ যে চাই শীতল ছায়ায়

সূর্য্য কিরণছটায় । 


চন্দ্র কহে শুভ্রতায়

তারারা প্রদীপ জ্বালায়

আমি বলি

রাখিবো তোমার চরণদুটি

মোর হৃদয়ে নীরবতায় ।  


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy