STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Romance Inspirational

3  

Piyali Mukherjee

Abstract Romance Inspirational

তোমায় নিয়ে ...💕

তোমায় নিয়ে ...💕

3 mins
126

পরের জন্মে বয়স যখন হবে ষোলো               আমরা তখন প্রেমে পড়বো ঠিক -  

 সই , মনে থাকবে তো?                   বুকের মধ্যে থাকবে মস্তো বড় ছাদ           

 শীতলপাটি বিছিয়ে দিয়ে,                       সন্ধ্যে হলে বসবো দু’জনে ।


একটা দুটো খসে পড়বে তারা

হঠাৎ তোমার চোখের পাতায়               

তারাদের চোখের জল গড়াবে, তুমি তখনও       

 কান্ত কবির গানই গাইবে !       তখন আমি চুপটি ক’রে                       দুচোখ ভ’রে থাকবো চেয়ে,                     দূরত্বটাও পরের জন্মে দেবো তখন চুকিয়ে....            মনে করবো এই জন্মের চুলের গন্ধ                পরের জন্মেও থাকবে ঠিক পাগলপারা .....             সই, মনে থাকবে তো?

আমি হবো উড়নচন্ডি

এবং খানিক উস্কোখুস্কো

এই জন্মের পারিপাট্য সবার আগে                ঘুচিয়ে দেব আর কাঁদবো গভীর সুখে।               তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে             সবটুকু জল শুষে নেব তখন..... 

আবার পরের জন্মে কবি হবো

তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।

তোমার অমন ওষ্ঠ নিয়ে,

নাকছাবি আর নূপুর নিয়ে

গান বানিয়ে তোমায় পরাবো।                        মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…         তোমার জন্য , সই , শুধু তোমার জন্যে....            মনে থাকবে তো?

পরের জন্মে তিতাস হবো

দোল মঞ্চের আবীর হবো,

শিউলিতলার দুর্বো হবো

শরৎকালের আকাশ হবো,

অনন্তনীল সকাল হবো , যদি

এসব কিছু হই বা না হই

তোমার প্রথম পুরুষ হবো

সই, মনে থাকবে তো ?

আমার অনেক কথা ছিল

এ জন্মে যা গেলো না বলা..

বুকে অনেক শব্দ ছিল 

সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক

কাব্য করে গেলো না বলা!

এ জন্ম তো কেটেই গেল                   অসম্ভবের সম্ভবে....

পরের জন্মে মানুষ হবো 

তোমার ভালোবাসা পেলে

মানুষ হবোই .. তোমায় নিয়ে                        স্বপ্ন অনেক দেখবো তখন.. এখন নয়                আজ আসি ইচ্ছেপূরণের ইচ্ছেতে..                  মনে থাকবে তো, সই ? মনে থাকবে তো!? ....



Rate this content
Log in

Similar bengali poem from Abstract