তোমার সাথে ভিজতে চাই
তোমার সাথে ভিজতে চাই

1 min

2.2K
তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজতে চাই
পথ হারানো কোনও পথের ধারে,
তোমার সঙ্গে ভিজতে চাই
দিগন্ত রেখার পাড়ে ।
ধানের খেতের শেষে
তোমার সঙ্গে ভিজতে চাই।
সমুদ্রের ধারে নতুন সূর্যের সাথে
পাহাড়ের কোলে সূর্যের শেষ কথাতে,
তোমার সাথে ভিজতে চাই।
শ্যামল বারিধারাতে ভিজতে চাই ,
ভিজতে চাই আমি তোমার সাথে।
সুবর্ণরেখার পাড়ে , ডাল লেকের ধারে
অবিরত বর্ষণে ভিজতে চাই,
আমি ভিজতে চাই তোমার সাথে ।।