Sudip Bag

Romance Classics


3  

Sudip Bag

Romance Classics


তোমার প্রতীক্ষায়

তোমার প্রতীক্ষায়

1 min 136 1 min 136

অনন্তকাল অনন্তের প্রতীক্ষায়...

কিছু অনাহূত অথিতির প্রস্থানের মতো

আমি দাঁড়িয়ে আছি , একা এবং নিঃসঙ্গ।

অর্ণবের তটদেশে , রাতুল প্রবালের প্রাচীর শেষে,

যেখানে দুষ্প্রাপ্য মীনেদের আদি বাস,

যেখানে জলপরীরা সর্বদা নৃত্যরত,

যেখানে বারির অট্টালিকা অনবরত সৃষ্টি আর ধ্বংসের খেলায় নেশাগ্রস্ত,

সেই ক্ষণকালের প্রাসাদের দ্বাররক্ষীর মতো আমি স্থবির , আমি বধির ।


স্নিগ্ধ ,চিরহরিৎ, শান্ত তপোবন অনন্ত যৌবনের দেশ,

সৌম্যকান্তি দেব দেবীদের বিচরণ ক্ষেত্র,

যেখানে চির বসন্ত চির হর্ষ বিরাজ করে,

যেখানে সময়ের স্বর্ণাভ রথ চির স্থবির, চির রুদ্ধ।

সেই অপার্থিব জনপদের হতবাক সময় সাক্ষীর মতো আমি অপেক্ষারত ..

এ যেন অসীমের প্রতীক্ষা।


আকাশ যেথায় চুম্বন করে ধরার কোমল ঠোঁটে, নীলাম্বরীর বেশে,

আমাদেরও কি হবে দেখা প্রতীক্ষার হবে অন্ত দিনের অবশেষে ?

দিবস যেথায় অপেক্ষারত রাতের আগমনের,

গোধূলির অম্লান আভা সাক্ষী থাকুক আসন্ন মিলনের।Rate this content
Log in

More bengali poem from Sudip Bag

Similar bengali poem from Romance