তোমার চোখে তাকালেই
তোমার চোখে তাকালেই
তোমার চোখে তাকালেই প্রেমে পড়ে যাই,
কারণে অকারণে কেন জানি ফিরে ফিরে চাই।
তোমার মিষ্টি চাহনিতে দৃষ্টি ফেরেনা,
এর কোন রহস্য খোঁজ যে মেলেনা।
তোমার চোখে তাকালেই পথ করি ভুল
নীল সমুদ্র তুমি যেন নাই যার কুল,
দৃষ্টির অসীমে হারিয়ে যে যাই
তুমি ফিরে তাকালেই ফোটে শত ফুল।
তোমার চোখের গভীরে দেখি মুক্ত আকাশ,
সেখানে সুখের নদী প্রেম অভিলাষ।
কালো নীল মনি জুড়ে আমার স্বপ্নের দেশ,
যতই দেখি তবু থাকে তার ভালোবাসার রেশ।
তোমারই চোখ জুড়ে প্রেম করে খেলা,
চোখের নীলে দেখি শান্তি সুখের এক মেলা,
চোখের পলকে পলকে তুমি আমার কবিতার রাণী
তোমার চোখে হারায় আমার বেলা।

