তোমার অপেক্ষা
তোমার অপেক্ষা
মেঘের পালক উড়িয়ে হাওয়ায়,
বৃষ্টি ঝড়া সন্ধ্যা বেলায়,
সদ্য ফোটা ফুলের রঙিন দোলায়,
চাঁদের জোৎস্নার রূপোলি আভায়,
ভ্রমর ভ্রমরির গুনগুন সুরে,
এ মন শুধু তোমায় খুঁজে ফেরে।
প্রকৃতি পরে ধরা আমার চোখে নব
নব রূপে, মোহময়ী সাজে,
অবুঝ মনকে সাজাতে পারিনা!
সে আজও খুঁজে ফেরে নিজেকে
তোমার স্মৃতির মাঝে।
মনের গোপন কথা আবেগ
জড়িয়ে লিখে,
কাগজের নৌকা গড়ে ভাসিয়ে
দিলেম স্বচ্ছ নদীর জলে।
নৌকা যদি পৌঁছায় তার
সঠিক ঠিকানায়,
তোমার পদধ্বনী ঠিক শুনতে
পাবো আমার আঙ্গিনায়।
স্রোতের টানে হারিয়ে পথ,
নৌকা যদি ভেরে অন্য অজানা বাঁকে,
মনের কথা গোপন রেখে,
পথ চেয়ে থাকব আমি
তোমার অপেক্ষাতে।

