তোমাকে ভালোবেসে যাবো
তোমাকে ভালোবেসে যাবো


যদিও গণিত হারা যুদ্ধ জিতিয়ে দিতে পারে বলে
তোমার সব কটু কথা মুখ বুজে সহ্য করার হলে
তবু করবো ।
তুমি দরজার খিল ভেঙে হঠাৎ যেতে পারো
অন্য কারোর ঠোঁটের ভালোবাসা হতে পারো
তবু বলবো।
আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব
জলের মতো জায়গা ধরে তোমার বাসনে
রুক্ষ দুপুরে তোমার এলোচুলে বেঁধে যাব
সম্পর্কের উজাড় কথা অজর কাঁটার বাঁধনে।