তবুও যদি
তবুও যদি


তবুও যদি আবার ফিরে আসো,
যদি আবার পাগল ভালোবাসো,
নির্ঘুম বৈশাখী রাতে,
কোনো শারদ প্রাতে,
ঝরোঝরো বাদল দিনে,
হৈমন্তী সাঁঝে আনমনে,
শীত-সকালের গরম চায়ের ধোঁয়ায়,
বাসন্তীবেলায় কৃষ্ণচূড়ার রক্ত ছোঁয়ায়,
জীবন যৌবন মৃত্যু মিছিলে,
পরশমণি হয়ে থাকো হৃদকমলে...
অবিস্মরণীয় ক্ষণে হে আমার!