তবু গোটা পৃথিবীটা আমার ছিল
তবু গোটা পৃথিবীটা আমার ছিল


* তবু গোটা পৃথিবীটা আমার ছিল *
--- বিপত্তারণ মিশ্র
আমাদের বাড়িতে একটা
বড়ো দুমুখো উনুন ছিল।
আমার মা সেই উনুনের মালিক ছিল।
অন্য বাড়ির ধান এনে
মা তাদের চাল করে দিতো।
মা আমাদের ভাই বোনেদের খাইয়ে
নিজে একটু ভাতে
অনেকটা জল ঢেলে
তেল নুন লঙ্কার ঝোল করে
পেট ভরাতো।
আমাদের চাল ফুঁড়ে ঘরের মেঝেয়
সূর্যের ছোটো ছোটো গোল গোল
আলো ঢুকতো ---
বৃষ্টি হলে তাতে
ঘটি বাটি পাতা হতো।
তবু মনে হতো ---
গোটা পৃথিবীটা আমার,
কারণ তখন আমার
মা বেঁচে ছিল।