সূতোর টানে
সূতোর টানে
আসল দরকারি, সবচেয়ে জরুরি জিনিস টাই,
যদি রাখা থাকে নাগালের বাইরে কুলুঙ্গিতে,
তাহলে তো এমন ভোগান্তি হবেই।
হ্যাঁ, আমি বলছি বাকসংযমের কথাটাই !
শিক্ষা হলোনা বারবার পদে পদে ঠেকেও,
মনের সব গোপন কথা দিতে হবে বলেই,
মনটা একটু খানি খুশি হলেই ?
আতসবাজি পোড়ানোর সময় কি বলা হয়, মনে নেই!
"আপনার খুশি যেন অন্যের দুঃখের কারণ না হয়"
জানি সবই, সার সত্য তো এটাই, কিন্তু মানি কই?
মনে মনে ভাবি আমার খুশিতে খুশি হবে সকলেই,
সুখ দুঃখের সাথি যে হয় বন্ধু নাকি বলে তাকেই।
আমি যে মুখ অথবা মুখোস চিনিনা কোনোটাই,
বন্ধু জানলে আমার তো কাজ তাকে বন্ধু ভাবাটাই।
কখনও বুঝতে পারিনা কতটা খুশি যে হয়ে যাই,
আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে কি করে যেন
নিজেই একটা সময়ে আতসবাজি বনে যাই।
আমার মনকে নিয়ে তাই তো চিন্তা হয় মাঝে মাঝেই,
এক একবার ভাবি তাই, শুধু বাক-সংযম নয়,
কুলুঙ্গিতে রাখতে হবে আমার পুরো এই মন টাই।
নাহয় অনেকটা রোবট মতন মানুষ হবো,
হয়তো তাতে দুঃখ কষ্ট ও কম পাবো।
অথবা পুতুল নাচের পুতুল হয়ে পড়বো,
সুতো গুলো সব তোমার হাতে দেবো।
আমার হয়ে প্রয়োজনীয় কথা না হয় তুমিই বলবে,
দরকার বুঝে কখনও কোনও সুতোয় টান দেবে।
আর যাই হোক না কেন আশা করি তাতে,
শান্তি বিরাজ করবে আমার পৃথিবী তে।
