STORYMIRROR

Nandita Pal

Inspirational

4.1  

Nandita Pal

Inspirational

সত্ত্বা

সত্ত্বা

1 min
62


আমার সত্ত্বা

ঘুমিয়ে ছিলা অন্তরে,

আমি মেয়ে।

লাবণ্য আর সুন্দরে।


পিঠ ছাড়িয়ে কালো বেণী,

কাজল চোখে আকাশ দেখা,

সাত পাকে বাঁধা পড়ি,

সংসার শুরুর জীবন কথা।


মা হওয়াতে বিশাল বাঁধা,

ভিতরাঙ্গে আমার নারীত্ব নেই!

চোখে অন্ধকার মনে ঘন কুয়াশা,

পুরুষ সত্ত্বা ঘুমিয়ে, আমি টের পেলাম কই।


যা চিনেছি, যা বুঝেছি ওলটপালট,

সম্পর্কের বাঁধনগুলো ছেঁড়ার অসহ্য যন্ত্রণা,

মন তছনছ, বারবার জিগ্যেস করি সত্ত্বাকে,

‘তুমি মানুষ’ উত্তরে পাই তার সাবলীল বর্ণনা।


Rate this content
Log in