স্তব্ধতারও মানে আছে
স্তব্ধতারও মানে আছে
শুনছো তোমরা!
হ্যাঁ তোমরা,
যারা আমাদের মনে করো,
মনে করো কাঠের পুতুল,
নিস্তব্ধ, নির্বাক,প্রতিবাদহীন,
প্রতিবাদহীন এক নশ্বর মানুষ;
তাদের বলছি।
শুনছো তোমরা!
তোমাদের বলছি,
তোমাদের ধারণা বদলাও!
যে স্তব্ধতা তোমাদের বাড়াতে,
বাড়াতে সাহায্য করছে প্রতিনিয়ত;
কেবল তোমরা মানষ চোক্ষে-
দেখছো সামনের উত্তরনের সিঁড়ি,
তরতর করে এগিয়ে চলেছো;
এগিয়ে চলেছো তোমাদের ক্ষণিকের সাফল্যে।
আর ওই অদম্য অভিলাষকে -
বাড়িয়েছো আরো আরো;
তাদেরকেই বলছি।
শুনছো তোমরা!
হ্যাঁ তোমাদেরই বলছি;
শ্রমহীন,ধূর্ত, চাতুরতা দিয়ে
তোমরা যে পদ,যে সম্মানে,
এতদিন বাধাহীন পথে-
পৌঁছিয়েছো বারবার তোমরা;
তার এবার শেষ হতে চলেছে।
দেখো ওই পূব আকাশে!
ওই পূব আকাশে সূর্য উঠেছে,
দেখো তা আরো আরো লাল-
তা আরও আরও রক্তিম,
ওই রাঙানো আমাদের রক্ত-তেই;
তবে ওই সূর্য নব সূর্য,
আর আমাদের স্তব্ধতাই
আমাদের আগামী প্রকাশের প্রতিচ্ছবি;
তাই তোমাদের আগাম সাবধানতা।
