সৃষ্টির বীজ
সৃষ্টির বীজ
কাছের মুহূর্ত পার করলে,
সৃষ্টির বীজ বুনে,
আঁধারে তার কাটছে দিবস,
আমার গান শুনে।
স্মৃতির ঘরে করেছি ঋণ,
বাজে বিচ্ছেদ বীণ,
যক্ষের আবেদন করো না,
মিলন আশা ক্ষীণ।
ফিরে এসো পুবের সূর্য
ফর্সা করে আকাশ,
কস্তুরি গন্ধে ভরে উঠুক,
পান্ডু বনের বাতাস।

