সৃষ্টি মাঝে পেলাম আমি
সৃষ্টি মাঝে পেলাম আমি


সৃষ্টি মাঝে পেলাম আমি
তোমার ছন্দ খুঁজে
সেই সুরেতেই বিলিয়ে দিলাম
হৃদয় ব্যাকুল ফুলে |
কামনা-বাসনা-মোহের মালা
নিলাম ক্ষুদ্র গলায়
প্রাণের হরষে প্রেমের পরশে
অহং যেথায় মিলায়|
অহংবোধে হয়ে প্রমত্ত
বিত্ত্যেরে করি সাথী
মায়া-মোহ-কাম বাসনাকে ধরে
রাখি তোমারেই ক্রীতদাসী |
আশায় নেশায় জীবন ফুরায
ভাৱে আর জড়ে জর্জরিত হই
অন্তরে বসে ভোগ করো গ্লানি
ওগো মোর অন্তর্যামী |
কত অপরূপ
, অরূপ তুমি
সৃষ্টি ও লয়ে স্নিগ্ধ
কলম যেথায় হয় স্তব্ধ
কণ্ঠ জড় ও রূদ্ধ |
আপনজনেরে চিনিব কেমনে
বুদ্ধি-শক্তি ক্ষীণ
তবু তুমি ধরাি দিবে একদিন
আমি যে ভক্ত দীন |