স্পর্শ
স্পর্শ


স্পর্শ সেতো শুধু স্পর্শ নয়, সে তো জানায় অনেক সান্তনা,
আর ভরপুর আত্মবিশ্বাস,
না বলা কনেক গভীর কথার প্রকাশ।
স্পর্শ সেতো প্রেমের প্রকাশ, সেতো চেনা ভালোবাসার মানুষের উষ্ণতার না বলা আবেগ।
স্পর্শ দেয় দুখি মানুষকে শান্তনা,
পাশে থাকার অঙ্গীকার,
কষ্টে সমব্যাথী হবার আহ্বান।
স্পর্শ জাগ্রত করে প্রেমের উন্মাদোনা,
শরীর জুড়ে আরো নীবির করে প্রেমকে পাবার আমন্ত্রণ।
স্পর্শ দেয় মায়ের আদর, সুস্থ থাকার প্রেরণা,
জীবন মঙ্গল ময় হয়ে ওঠার আশীর্বাদ।