ভালো লাগে
ভালো লাগে


আকাশ আমার ভালো লাগে,
ভালো লাগে ঐ নীলচে আকাশ।
সমুদ্র সৈকতে ঘুরতে ভালো লাগে,
ভালো লাগে ঐ উচ্ছল জলরাশি।
ভালো লাগে পাখির কুজন,
মিষ্টি মধুর সুরের ডাকাডাকি।
ভালো লাগে রং বেরঙের ফুল,
আর তাদের মন ভোলানো গন্ধ।
প্রকৃতি এখন যেন প্রাণের
ভালো লাগার এক বন্ধন।