ঝড় কখনই কাম্য নয়
ঝড় কখনই কাম্য নয়


দু পাশের তীরে ঢেউ আছড়ে পড়ে,
দেখা যায় না একে অপরকে।
শুধু ঝড় বয়ে যায় বালুকা বেলায়,
আর তছনছ করে দেয় স্মৃতিগুলো।
মনে পড়ে, ও ঝড়কে ভয় পায়।
এপারে আমি ভাবি, এক ছুটে জড়িয়ে নিয়ে সবটুকু,
ছড়িয়ে দিই নিজেকে, মেলে ধরি উজার করে।
এপারের মানুষের মনে হয়, ও ঝড়কে ভয় করে।
নিঃশব্দে দীর্ঘশ্বাসে একে অপরের পথ চেয়ে বসে থাকা।
এতদূর থাকি দুজনে, এত দূর হলাম কি করে?
যে ঝড় বয়েছিল, তা দুজন মিলে লড়ে যাওয়ার কথা ছিল তো।
কিন্তু তোলপাড় হয়ে গেল, নিজেদের ঝড়ে।
রাতের বালিশে আঁকি বুকি কাটা গল্পগুলো এখনো সেই গল্পই বলে।
ভালোবাসার গল্প, ভালো থাকার গল্প।
শেষ কথাটাই রয়ে যায় শুধু, ভালো না রাখতে পারার গল্প হয়ে গিয়ে।
মন বলে, ঝড় দাও, ঝড় দাও আরও।
অগোছালো গুলো ঠিক করে নিই একেবারে।
বৃষ্টি দাও, ধুয়ে মুছে যাক দুজনারে।
কান্না দাও, যা দুজনকে আঁকড়ে ধরে একবার,
শুধু একবার, কেঁদে নিক আপন মনে করে।
ঝড় স্তিমিত হোক, এ বুকের ঝড়ে।।