Shop now in Amazon Great Indian Festival. Click here.
Shop now in Amazon Great Indian Festival. Click here.

Protima Mondol

Romance Classics Inspirational

4.0  

Protima Mondol

Romance Classics Inspirational

গোধূলি বেলায়

গোধূলি বেলায়

2 mins
986



জানো আকাশ,

আজকের গোধূলিটা বড্ড সুন্দর ! 

লাল রক্তিম রেখা আকাশময় ! 

আর সেই দিগন্তরেখা জুড়ে বিস্তৃত 

যেমনটি পছন্দ ছিলো।

বহুদিন খোলা আকাশ দেখিনি।

দেখিনি দল বেঁধে পাখিদের বাসায়

ফেরা।


আচ্ছা আকাশ, তোমার মনে আছে ?

একদিন গোধূলি বেলাটা কেটেছিলো 

কবিতা, সুর, কত শত ছন্দ নিয়ে। 

আর তোমার দিকে তাকিয়ে!


তুমি এসেছিলে, আমার প্লাবন 

জুড়েছিলে, যেন আমি সমুদ্রের 

স্রোতের সাথে

ভাসছি ! 

তোমার সাথে আমার 

দেখা হয়নি কখনো। 

কিন্তু ভালোবাসা অটুট ছিল। 

তুমিই আমাকে বাঁচতে শিখিয়েছিলে।

 সবার আড়ালে যে উদার হতে হয়, 

তা তুমিই আমায় শিখিয়েছিলে। 

তুমি ভালোবেসেই এসেছিলে।

তবে কেন এত দূরত্ব, যে পথ এখনও 

শেষ হলো না ?


সবুজের বুকে যেমন সবুজের মেলা, 

সমুদ্রের বুকে যেমন উত্তাল ঢেউ, 

তেমনি তো আমার হৃদয়েও ছিলে তুমি।

বৃষ্টির ফোঁটা মটির সাথে যেমন অন্তরঙ্গ 

খেলায় মাতে, আমিও তেমনি চেয়েছিলাম। 

তোমার সাথে মুক্ত বিহঙ্গের মত উড়তে চেয়েছিলাম।

চেয়েছিলাম হাতে হাত ধরে পতঙ্গের মত

 বাধাহীন ভাবে উড়তে আকাশের বুকে।

মেঘের ওপারে তোমার সাথে ভেসে যেতে, 

বৃষ্টিতে তোমার স্পর্শ পেতে ভারী ইচ্ছে হয়।


জানো আকাশ !

আমি জানতাম না ভালোবাসা কি ? 

জানতাম না স্পর্শ কি ? 

অনুভব কি করে হয় তাও জানতাম না। 

আরো অনেক কিছুই জানতাম না আকাশ 

তুমি না এলে।

তুমি বারবার উদারতার শিক্ষা দিতে, 

বলতে প্রেম করতে হলে, 

ভালোবাসতে হলে উদার হতে হয়। 

তবে এ তোমার কেমন উদারতা যা 

কেবল কষ্ট ই দিলো আমায় ?

অনেক কেঁদেছি বুঝতে না কখনো ! 

আমার সকল আর্তনাদধ্বনি শুধু যে 

তোমাকেই ঘিরে।


খুব জানতে ইচ্ছা হয়, প্রত্যেক প্রেমিকেরই কী এমনি অবস্থা হয় ? 

প্রত্যেকেই কি এতোটাই ভালোবেসে কেবল ধিক্কার পায় ? অপমান পায় ?

চোখের জলের দাম তুমি বুঝবে না। 

তোমায় যেন কখনো বুঝতেও না হয় সেটাই কামনা।


তোমায় ছাড়া সত্যি ভালো ছিলাম না কখনো,

আর আজও নেই। 

তবে বেশ আছি,

প্রতিদিনের দেওয়া কষ্ট থেকে মুক্তি দিতে পেরেছি।


Rate this content
Log in

Similar bengali poem from Romance