কবিতা অপেক্ষা
কবিতা অপেক্ষা


সূর্যর আলো এসে ভাসিয়ে দেবে রামধনু রঙে ,
প্রতিক্ষারত সোনা রঙ ভরা ধানের সমুদ্রে।
সে সমুদ্রের বুকে আনন্দে গান গেয়ে যায়
কত রঙের বাহারী পাখি ও প্রজাপতির দল।
সূর্যর সোনালী রোদ কেমন অধীর হয়ে ছুটে এসে
ঝাঁপিয়ে পড়ে ধানের ক্ষেতে,
আদরে আদরে ভরিয়ে তোলে প্রতিটি ধান গাছের শিষ।
তুমি কি মনে করো শুধু আমিই আছি অপেক্ষায়
তুমি বুঝি সে নদীটির তীরের মতো।
বুক পেতে শুয়ে আছো এক পরম আদরের অপেক্ষায়।
কখন নদী তার ঢেউকে পাঠাবে আদর করতে।
আর চকচক করে উঠবে রূপোলী বালির চর আনন্দে।
মিলনের স্বর্গীয় সঙ্গীতের সুরের মতো সুমধুর।
জানো -- দুটো সুর এসে যখন মিলে যায় একে অন্যের সঙ্গে ,
তখন যে সুরতরঙ্গের ঢেউ জন্ম নেয়, সে তরঙ্গ পৃথিবীর আকাশে বাতাসে জলকনায় ছড়িয়ে যায়।
তোমার আমার সুর যখন প্রতীক্ষা শেষে মিশে যায়,
তখনই তো জন্ম নেয় এক সর্গীয় সুরের মূর্ছনা ।