STORYMIRROR

Protima Mondol

Romance Classics Inspirational

3  

Protima Mondol

Romance Classics Inspirational

অবহেলা

অবহেলা

1 min
1.0K



প্রতিদিনের একটু ছোট্ট অপেক্ষা ,

নিরাশ ক'রে কালো রাত্রির অবহেলা ,

একটু দূর হতেই আলতো ছোঁয়ার ইচ্ছেগুলো,

কুরে কুরে যন্ত্রনা সয়ে-

বুকে জমাট বাঁধে দীর্ঘ কালো নিশ্বাস।

চাপা অসহ্য কষ্ট গুলোকে মানিয়ে নিয়ে বলতে হয় 

"তোমার যা ইচ্ছা " ..... .

অন্তরে অদম্য কাছে পাওয়ার তীব্র বাসনা।

বোঝানো যায়না , বা হয়তো বোঝো ,

তবুও কেন এত দূরে সরানো, অবহেলার আবেশ গায়ে মেখে অনাহুতের মত চেয়ে থাকা নিষ্ফল কামনা।

প্রতিদিনের চোখের কোন জানে কতটা অশ্রুর ধারা বেয়ে জন্ম নেয় এক

একটা মৃত্যু।

 যদি ভালোবাসা গুলো তার প্রাপ্য সম্মান পেত,

প্রতিটি ভালোবাসা গুলো যদি আদর বাসা পেত,

জন্ম হতোনা অবহেলার ,

ভেঙে যেতনা ছোট্ট আশাগুলো।

বারবার মরণ হত না এক জীবনের ।

দুজনের দুজন যদি এক মন হয়ে হত একাত্ম ,

অভিন্ন হত যদি প্রতি মুহুর্তের চাহিদা গুলো ,

হয়তো তাহলে ফুলের পাপড়ির মত ঝরে যেতনা 

এক একটা তাজা রক্ত গোলাপ মন ।

মরে যেতনা একটা হৃদয় ।

কতটা যন্ত্রনা হয় একটা হৃদয় একটু অবহেলায়,

কতটা সে আশা নিয়ে বসে থাকে তার আত্মিক কে একটু কাছে পাওয়ার জন্য ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance