সোহাগ ভরা হাগ ডে
সোহাগ ভরা হাগ ডে


সৌমাল্য আর প্রিয়াঙ্কা, একই পাড়ার অধিবাসী
প্রিয়াঙ্কার ক্লাস নাইন, সৌমাল্য দেবে আই.সি.এস.সি।
সরস্বতী পুজার দিন, প্রিয়াঙ্কার পরনে শাড়ি,
বার বার তাকাচ্ছে সৌমাল্য, ভালো লাগছে ভারি।
পাড়ার পূজা, পুরোহিত বসেছে, গায়ে তার নামাবলি ।
ছেলে-মেয়েরা দল বেঁধে দাঁড়িয়ে, দিচ্ছে অঞ্জলি।
সৌমাল্যর নজর শুধু প্রিয়াঙ্কার দিকে।
পুরোহিত কি বলছে, সেসব আর শুনছে কে?
মন্ত্র শেষে হাতের ফুল, সৌমাল্য দিল ছুঁড়ে,
সবটাই গেল প্রিয়াঙ্কার গায়ে, ও তাকাল ঘুরে।
আসে পাশের ছেলে-মেয়ে, সবার মুখে হাসি।
সৌমাল্য স্মার্টলি বলল, প্রিয়াঙ্কা তোকে ভালোবাসি।
প্রিয়াঙ্কা ভীষণ অবাক, মুখে নেই কথা।
-center">তাড়াতাড়ি বাড়ি পালাল, না দাঁড়িয়ে অযথা।
আবার ওদের দেখা হল দিন পনের পর।
সৌমাল্য বলল কিরে, দিলি না উত্তর?
প্রিয়াঙ্কা এবার চুপ না থেকে বলে দিল স্টেট,
রোজ ডে গেল, টেডি গেল, গেল চকলেট
এরমধ্যে একটাও কি আমায় দিয়েছিস?
তবে বল, কি তুই আমায় ভালবাসিস?
সৌমাল্য হঠাৎ করে জড়িয়ে ধরল ওকে।
এক মুহূর্ত ভাবল না, কি বলবে লোকে।
ওসব দিন মিস হয়েছে, আজকের দিন হাগ,
তাই তোকে জড়িয়ে ধরে করে নিলাম সোহাগ।
চকলেট, টেডি ডিউ রইল, দেব উইথ ফাইন।
বলনা তুই হবি আমার ভ্যালেন্টাইন ?
প্রিয়াঙ্কা বলল, আমি সবে এখন নাইন।
ওসব পরে হবে, আগে জীবনে করি সাইন।